বায়ুর চাপ কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
Contents
বায়ুর চাপ কাকে বলে ?
বায়ুর ভর আছে তাই বায়ুর ওজনও আছে। বায়ুর এই ওজনজনিত চাপকে বলে বায়ুমণ্ডলীয় চাপ বা বায়ুর চাপ। কোনো নির্দিষ্ট স্থানে একক ক্ষেত্রফলের (এক বর্গমিটার) ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুর চাপ বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।