মৌসুমি বায়ু কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
মৌসুমি বায়ু কাকে বলে ?
আরবি শব্দ ‘মৌসম’ বা মালয় শব্দ ‘মনসিন’ থেকেই মৌসুমি কথাটি এসেছে, যার অর্থ ঋতু। যে বায়ু গ্রীষ্ম ঋতুতে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং শীত ঋতুতে উত্তর-পূর্ব দিক থেকে অর্থাৎ ঋতুভেদে দিক পরিবর্তন করে প্রবাহিত হয় তাকে মৌসুমি বায়ু বলে। এই বায়ুর উৎপত্তি, গতিপ্রকৃতি সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মতোই। কিন্তু এর বিস্তার, ব্যাপকতা স্থলবায়ু ও সমুদ্রবায়ু অপেক্ষা অধিক এবং জলবায়ুর ওপর প্রভাব অপরিসীম। গ্রীষ্মকালে সমুদ্রের উচ্চচাপ অঞ্চল থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুরূপে স্থলভাগের দিকে এবং শীতকালে স্থলভাগের উচ্চচাপ অঞ্চল থেকে শুষ্ক বাতাস শীতকালীন মৌসুমি বায়ুরূপে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। যেহেতু মৌসুমি বায়ুর উৎপত্তি ও গতিপ্রকৃতি সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মতো, তাই ট্রেওয়ার্থা, ফন প্রমুখ আবহবিদগণের মতে “মৌসুমি বায়ু হল স্থলবায়ু ও সমুদ্রবায়ুর বৃহৎ সংস্করণ”।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।