চান্দ্র জোয়ার ও সৌর জোয়ার কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
চান্দ্র জোয়ার ও সৌর জোয়ার কাকে বলে ?
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের অঞ্চল দুটিতে জল সরবরাহ করার জন্য দুই জোয়ারের মধ্যবর্তী বা সমকোণের অঞ্চল দুটির জলতল নেমে যায় এবং ভাটা সৃষ্টি করে। একই স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয়। উল্লেখ্য যে কেবল চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে চান্দ্র জোয়ার এবং কেবল সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।