হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ : এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ :
হিমবাহ প্রধানত অবক্ষেপণ বা সঞ্চয়কার্য করে থাকে। হিমরেখার নীচে হিমবাহ গলে গিয়ে ছোটো ছোটো অসংখ্য অস্থায়ী জলধারার সৃষ্টি করে। এই সমস্ত জলধারা হিমবাহ সঞ্চিত পদার্থকে অনেকদূর পর্যন্ত বয়ে নিয়ে গিয়ে দূরবর্তী স্থানগুলিতে জমা করে। একে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্য বলে। এর ফলে গড়ে ওঠা উল্লেখযোগ্য ভূমিরূপগুলি হল-
[1] কেম: হিমবাহ অধ্যুষিত পর্বতের পাদদেশে হিমবাহ-গলা জলে বাহিত কাদা, বালি, কাঁকর ইত্যাদি স্তূপাকারে সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে কেম বলে। এই কেম হিমবাহ উপত্যকার উভয় পার্শ্বে গঠিত হলে তাকে কেম সোপান বলে। ব্রিটিশ দ্বীপপুঞ্জের নরফোকে গ্লাভেন উপত্যকায় কেম সৃষ্টি হয়েছে।
[2] এসকার: পর্বতের পাদদেশে হিমবাহগলা জলে বাহিত গোলাকার নুড়ি, বোল্ডার ও মোটা বালুরাশি স্তরে স্তরে সঞ্চিত হয়ে যে আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ গঠন করে তাকে এসকার বলে। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় এসকার যথাক্রমে 400 কিমি, ও কিমি ও 200 মি পর্যন্ত হয়। ফিনল্যান্ড, সুইডেন প্রভৃতি দেশে এসকার দেখা যায়। হিমবাহ পর্বত পাদদেশে এসে গলে গেলে বরফগলা জলবাহিত বালি, কাদা, কাঁকর ও
[3] বহিঃবিধৌত সমভূমি: ছোটো ছোটো পাথরখণ্ড প্রভৃতি দ্বারা অপেক্ষাকৃত নীচু স্থান ভরাট হয়ে যে সমভূমি গড়ে ওঠে তাকে বহিঃবিধৌত সমভূমি বলে। আইসল্যান্ডে ভূতাপীয় কারণে হিমবাহ গলে এই জাতীয় ভূমিরূপ সৃষ্টি হয়েছে। অনেক সময় বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ভ্যালিট্রেন বলে।
[4] কেটল: অনেকসময় হিমবাহের পশ্চাদপসরণ ঘটলে বহিঃবিধৌত সমভূমিতে বালি, নুড়ি ও পাথরের সঙ্গে বরফ খন্ডও চাপা পড়ে যায়। পরবর্তীকালে বরফ গলে গেলে সেখানে গর্ত থেকে যায় ও হ্রদের সৃষ্টি হয়। এই গর্তগুলিকে কেটল এবং হ্রদকে কেটল হ্রদ বলে। কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলে। কেটলগুলির মাঝের উচু স্থানগুলিকে নব বলে। এইজন্য এই ভূমিরূপকে নব ও কেটল সমন্বিত ভূমিরূপ বলা হয়।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।