শিল্প স্থাপনের কারণসমূহগুলি কি কি ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
শিল্প স্থাপনের কারণসমূহগুলি কি কি ?
প্রযুক্তিগত কলাকৌশলের দ্বারা এক বা একাধিক প্রক্রিয়ায় যখন কাঁচামালকে প্রাথমিক অবস্থা থেকে ব্যবহারযোগ্য অবস্থায় পরিবর্তন করা হয় তখন তাকে বলে শিল্প। শিল্পস্থাপনের কারণসমূহ হল নিম্নরূপ-
[1] প্রাকৃতিক কারণ:
① জমির সহজলভ্যতা: বৃহদায়তন শিল্পে কারখানার শেড, অফিস ঘর, শ্রমিকের বাসগৃহ ইত্যাদি নির্মাণের জন্য প্রচুর জমি প্রয়োজন হয়।
② অনুকূল জলবায়ু: আর্দ্র জলবায়ু বয়ন শিল্পের এবং শুষ্ক ও রোদ-ঝলমলে জলবায়ু চলচ্চিত্র শিল্পের সহায়ক। নাতিশীতোয় জলবায়ুতে শ্রমিকরা সহজে ক্লান্ত হয় না, বেশিক্ষণ কাজ করতে পারে। ফলে উৎপাদন বেশি হয়।
③ জলের সহজলভ্যতা: মেশিন ঠান্ডা রাখতে, বাষ্প তৈরি করতে,
শ্রমিকদের ব্যক্তিগত ব্যবহার প্রভৃতি কাজের জন্য জল শিল্পের অপরিহার্য উপাদান। এজন্য হ্রদ বা নদীতীরবর্তী এলাকায় শিল্প গড়ে ওঠে।
④ কাঁচামাল: শিল্পে কাঁচামাল হিসেবে অরণ্যজাত, কৃষিজাত ও খনিজদ্রব্য ব্যবহৃত হয়। এসব কাঁচামালের বণ্টন ও সহজপ্রাপ্তির ওপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠে। তবে কাঁচামালের প্রকৃতিও শিল্পের অবস্থানের ওপর প্রভাব ফেলে। প্রকৃতিগত দিক থেকে কাঁচামালগুলি দু-প্রকার। যথা-বিশুদ্ধ কাঁচামাল (পাট, তুলো প্রভৃতি) ও অবিশুদ্ধ কাঁচামাল (লৌহ-আকরিক, আকরিক তামা প্রভৃতি)। বিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি কাঁচামাল উৎপাদন অঞ্চল, বাজার অথবা অন্যত্র গড়ে ওঠে। অন্যদিকে, অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর শিল্পগুলি প্রধানত কাঁচামালের প্রাপ্তিস্থানে গড়ে ওঠার প্রবণতা লক্ষ করা যায়।
[2] অর্থনৈতিক কারণ:
① শ্রমিক: সস্তায় দক্ষ ও শিক্ষিত শ্রমিকের জোগান যেখানে বেশি সেখানে শিল্প গড়ে ওঠে। এই কারণেই ভারী শিল্পের বিকাশ জনবহুল এলাকায় ঘটে।
② পরিবহণ: উন্নত রেল ও সড়ক পরিবহণ ব্যবস্থা থাকলে কাঁচামাল, যন্ত্রপাতি প্রভৃতি দ্রব্য আমদানি করা ও উৎপাদিত দ্রব্যকে সস্তায় ও সহজে বাজারে পাঠানো সুবিধা হয়। এরকম সুবিধাযুক্ত স্থানে শিল্প গড়ে ওঠে।
③ বাজার: উৎপাদিত পণ্যের স্থানীয় বা অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক বাজার থাকলে শিল্প গড়ে ওঠে। ④ মূলধন: শিল্পের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নে স্থায়ী মূলধন ও শিল্পকার্য চালানোর জন্য চলতি মূলধন দরকার। ব্যাংক, বিমা ইত্যাদি ক্ষেত্রের সুবিধা থাকলে শিল্প গড়ে ওঠে।
⑤ বিদ্যুৎ শক্তি: কারখানায় মেশিন চালাতে বিদ্যুৎ শক্তির প্রয়োজন। সস্তায় বিদ্যুৎ সহজলভ্য হয় এমন স্থানে শিল্প গড়ে ওঠে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।