মরুভূমির প্রসারের কারণ গুলি কি কি ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
মরুভূমির প্রসারের কারণ গুলি কি কি ?
- ① জলবায়ুগত পরিবর্তন: বিশ্ব উন্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং মরু সম্প্রসারণের প্রধান কারণ। পৃথিবীর মরুভূমি অঞ্চলের আবহাওয়া খুব শুষ্ক থাকে। এই কারণে যান্ত্রিক আবহবিকারে সৃষ্ট শিলাচূর্ণ ও বালিরাশি আলগা অবস্থায় থাকে এবং সহজে বায়ুবাহিত হয়ে সংলগ্ন এলাকাকে ঢেকে দেয় এবং মরুকরণ ঘটে।
- ② লবণাক্তকরণ: শুষ্ক অঞ্চলে অতিরিক্ত বাষ্পীভবনের ফলে কৈশিক প্রক্রিয়ায় মাটির নীচের দ্রবীভূত লবণ ভূপৃষ্ঠে জমা হতে হতে পুরু লবণের স্তর তৈরি করে। এতে উদ্ভিদ জন্মায় না এবং মরুভূমিতে পরিণত হয়।
- ③ জলধারা ও বায়ুর ক্ষয়: মরুভূমিতে অতি প্রবল ধারায় বৃষ্টি হলে ভূপৃষ্ঠের ওপরের মাটি ধুয়ে অপসারিত হয় ও নীচের শিলাময় অংশ উন্মুক্ত হয়ে যায়। এ ছাড়া, মরুভূমিতে বায়ুর ক্ষয়কাজ তীব্র হওয়ায় অপসারিত বালি বায়ুতাড়িত হয়ে মরুভূমির প্রসার ঘটায়।
- ④ অবৈজ্ঞানিক কৃষি ও ভুল জলসেচ ব্যবস্থা: শুষ্ক মাটিতে যেসব ফসল ভালো জন্মায় (যেমন-মিলেটজাতীয় শস্য) সেইসব ফসলের পরিবর্তে অন্য ফসল চাষ করায় জলসেচের জন্য অতিরিক্ত ভৌমজল উত্তোলিত হয়। এর ফলে মাটি লবণাক্ত ও অনুর্বর হয়ে মরুভূমিতে পরিণত হয়।
- ⑤ অতিরিক্ত পশুচারণ: অতিরিক্ত পশুচারণের ফলে চারণভূমি উদ্ভিদশূন্য হয়ে যায়। বায়ুপ্রবাহের গতিপথে বাধা হিসেবে উদ্ভিদ না থাকায় মরুভূমির বালি সহজে উড়ে এসে ওইসব এলাকাকে ঢেকে দেয়।
- ⑥ অত্যধিক বৃক্ষচ্ছেদন: নগরায়ণ, শিল্পায়ন এবং অসাধু চোরাশিকারীদের জন্য বনভূমি ধ্বংস হচ্ছে। ফলে উক্ত অঞ্চলটি বৃষ্টিশূন্য হয়ে শুষ্ক হয়ে পড়ছে এবং মরু অঞ্চলের সম্প্রসারণ ঘটছে। এ ছাড়াও মরুপ্রান্ত ও মরুপ্রায় অঞ্চলে দীর্ঘদিন ধরে খরা হলে তা মরুগ্রাসের কবলে পড়ে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।