আম্রবৃষ্টি কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
আম্রবৃষ্টি কাকে বলে ?
গ্রীষ্মকালে ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, যার ফলে পশ্চিমবঙ্গে কালবৈশাখীর আবির্ভাব হয়। কালবৈশাখীর প্রভাবে উন্নতা হঠাৎ 10-15°সে পর্যন্ত নেমে যায়। এর প্রভাবে পশ্চিমবঙ্গে ও অসমে বৃষ্টিপাত হয় (15-40 সেমি)। কেরল ও কর্ণাটক উপকূলেও নিম্নচাপজনিত কারণে 10-25 সেমি বৃষ্টিপাত হয়, যা আম্রবৃষ্টি (আমের ফলন বৃদ্ধি পায় বলে) নামে পরিচিত।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।