ভরা কোটাল বা তেজ কোটাল কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
ভরা কোটাল বা তেজ কোটাল কাকে বলে ?
পৃথিবী-চাঁদ-সূর্যের কেন্দ্র যখন একই সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে সিজিগি (syzygy) বলে। সিজিগি দু-রকম অবস্থায় ঘটে। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ আসে তখন সিজিগির অবস্থানকে সংযোেগ (conjunction) বলে। এই অবস্থানে অমাবস্যা হয়। যখন চাঁদ ও সূর্য পৃথিবীকে মাঝখানে রেখে অবস্থান করে তখন সেই সিজিগি অবস্থানকে প্রতিযোেগ (opposition) বলে। এরকম অবস্থানে পূর্ণিমা হয়। সিজিগি অবস্থানে চাঁদ ও সূর্যের মহাকর্ষ টান বেশি হওয়ায় ভরা কোটাল হয়। অতএব, কক্ষপথে পরিক্রমণ- কালে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্যের সিজিগি অবস্থানে সমুদ্রের প্রবল জলস্ফীতির ফলে সৃষ্ট জোয়ারকে ভরা কোটাল বা তেজ কোটাল (spring tide) বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।