তাপের সমতা বা তাপ বাজেট কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
তাপের সমতা বা তাপ বাজেট কাকে বলে ?
পৃথিবী প্রতিদিন সৌরতাপ শোষণ করা সত্ত্বেও এর গড় উন্নতা সামগ্রিকভাবে বাড়ছে না বা কমছে না। তাপের সমতা বজায় থাকছে। আসলে যে পরিমাণে আগত সৌরবিকিরণ ক্ষুদ্র তরঙ্গরূপে পৃথিবীপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে পৌঁছায়, তা দীর্ঘ তরঙ্গরূপে পুনঃবিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এর ফলেই পৃথিবীতে উন্নতার ভারসাম্য দেখা যায়। একেই পৃথিবীর তাপের সমতা বা তাপ বাজেট বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।