স্থলবায়ু কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
স্থলবায়ু কাকে বলে ?
রাত্রিবেলা উপকূল অঞ্চলের স্থলভাগ সমুদ্র অপেক্ষা দ্রুত হারে
তাপ ত্যাগ করে ঠান্ডা হয়ে যায়। তুলনামূলকভাবে সমুদ্র বেশি উন্ন থাকে। ফলে স্থলভাগে উচ্চচাপ ও জলভাগে নিম্নচাপ অবস্থান করে এবং স্থলভাগ থেকে জলভাগের দিকে অনুভূমিক চাপঢাল তৈরি হয়। তখন স্থলভাগ থেকে বায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়, একে স্থলবায়ু বলে। ভোরবেলা এই বায়ুপ্রবাহের বেগ বেশি হয়।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।