রোহি কাকে বলে? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
উপগ্রহ চিত্র কাকে বলে ?
উপগ্রহ চিত্রের ধারণা: ‘উপগ্রহ চিত্র’ বা ‘স্যাটেলাইট ইমেজারি’ কথার অর্থ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর আলোকচিত্র। মহাকাশে যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয় সেই উপগ্রহ পৃথিবীর কোনো নির্দিষ্ট বস্তুর সংবেদ (Sene) গ্রহণ করে। ওই সংবেদকে কম্পিউটারের সাহায্যে মানচিত্রে (Photo image) পরিবর্তিত করা হয়। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সংগৃহীত সেই চিত্রাবলি উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজারি নামে পরিচিত।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।