বনভূমি কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
বনভূমি কাকে বলে ?
রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (Food and Agricultural Organisation of the United Nations সংক্ষেপে FAO) মতানুসারে-সেই সমস্ত স্বাভাবিক উদ্ভিদের সমাবেশকেই অরণ্য নামে অভিহিত করা যায়, সেগুলি স্থানীয় জলবায়ু ও তার বণ্টনের ওপর প্রভাব বিস্তার করে, জীবজন্তুকে আশ্রয় দেয় ও প্রাকৃতিক বাসস্থান গড়ে তোলে এবং কাঠ উৎপাদনে সক্ষম। এ ছাড়া, প্রতি হেক্টরে অন্তত 0.05 হেক্টর জমির ওপর এই ধরনের গাছপালার সমাবেশ থাকলে, তবেই তাকে বনভূমি বলে গণ্য করা হয়।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।