ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে ?
এটি বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর (প্রায় 1500- 10000 কিমি উচ্চতা পর্যন্ত প্রসারিত)। এই স্তরে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়েছে বলে এই স্তরের নাম ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বকমণ্ডল।
বৈশিষ্ট্য-[i] এই স্তরে স্থায়ী চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়েছে।
[ii] সূর্য থেকে আগত সৌরবায়ু এই স্তরে আবদ্ধ হয়।
[iii] এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বকক্ষেত্র থেমে যায়, তাকে ম্যাগনেটোপজ বলে।
[iv] নিরক্ষীয় অঞ্চলের 3000 কিমি ও 16000 কিমি উচ্চতায় দুটি ম্যাগনেটোপজ বলয়কে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলা হয়।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।