প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে ?
নাতিশীতোয় ও হিমমণ্ডলের কোনো স্বল্প পরিসর স্থানে হঠাৎ উন্নতা হ্রাস পাওয়ার কারণে উচ্চচাপ কেন্দ্র সৃষ্টি হয়। ওই উচ্চচাপ কেন্দ্রের বাইরের দিকে বায়ুর অপেক্ষাকৃত নিম্নচাপ থাকে। ফলে ওই উচ্চচাপ কেন্দ্র থেকে শীতল ও ভারী বাতাস কুণ্ডলাকারে বাইরের দিকে প্রবাহিত হতে থাকে। এই কেন্দ্রবহির্মুখী বায়ুপ্রবাহকে প্রতীপ ঘূর্ণবাত বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।