সমুদ্রস্রোত কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
সমুদ্রস্রোত কাকে বলে ?
সমুদ্রজলের বিভিন্ন ভৌত ধর্ম অর্থাৎ সমুদ্রজলের উন্নতা, ঘনত্ব, লবণতার তারতম্য এবং পৃথিবীর আবর্তন গতি, বায়ুপ্রবাহ, মহাদেশের আকৃতি প্রভৃতি কারণে অনুভূমিকভাবে সমুদ্রের জলরাশি একটি নির্দিষ্ট দিকে একস্থান থেকে অন্যস্থানে প্রবাহিত হয়। সমুদ্রজলের এই অনুভূমিক প্রবাহকে সমুদ্রস্রোত বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।