ওজোনস্তর কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
ওজোনস্তর কাকে বলে ?
ওজোন হল বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ অতি পরিবর্তনশীল গ্যাস। ওজোন (গ্রিক শব্দ ‘ozo’ থেকে ‘ozone’ শব্দটির উৎপত্তি, যার অর্থ ‘smell’ বা গন্ধ) হল হালকা নীল রঙের উগ্র গন্ধবিশিষ্ট গ্যাস। তিনটি অক্সিজেন (০) পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন গ্যাসের অণু (O₃) তৈরি হয়। বায়ুমণ্ডলে এই গ্যাসের পরিমাণ অতি নগণ্য (0.00006%) হলেও এর কার্যকরী প্রভাব সবচেয়ে বেশি। স্ট্র্যাটোস্ফিয়ারের 20-35 কিমি উচ্চতায় যে ওজোন গ্যাসের আস্তরণ সৃষ্টি হয়েছে তা ওজোনস্তর নামে পরিচিত।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।