স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
স্ট্র্যাটোস্ফিয়ার কাকে বলে ?
ট্রপোপজের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত স্তরকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। এই স্তরের নীচের দিকে উচ্চতা বাড়া বা কমার সঙ্গে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয় না। তবে ওপরের দিকে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকে। জলীয়বাষ্পের অভাবে এই স্তরে কোনো ঝড়, ঝঞ্ঝা বা বৃষ্টিপাত হয় না বলে একে শান্তমণ্ডল বলা হয়। এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান নিরাপদে চলাচল করে। এর ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। বৈশিষ্ট্য-
[i] এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উন্নতা বাড়তে থাকে।
[ii] বায়ুর ঘনত্ব কম বলে খুব অল্প তাপশোষণেও এই স্তর উত্তপ্ত হয়।
[iii] এই স্তরে তাপশোষণকারী ওজোন গ্যাস 15-35 কিমি উচ্চতার মধ্যে বেশি পরিমাণে থাকায় স্তরটি উয়।
[iv] ঊর্ধ্ব বায়ুমণ্ডলের শুরু এই স্তর থেকে এবং এখান থেকেই বায়ুস্তর ক্রমশ হালকা হতে থাকে। অ্যান্টার্কটিকা অঞ্চলে এই স্তরে শীতকালে সৃষ্ট সামান্য পরিমাণ মেঘকে মৌক্তিক বা শুক্তি মেঘ বলে।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।