ট্রপোস্ফিয়ার কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
ট্রপোস্ফিয়ার কাকে বলে ?
এই স্তরটি হল বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর যেটি ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উচ্চতা মেরু অঞ্চলে ৪ কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে বায়ুমণ্ডলের মোট গ্যাসীয় ভরের প্রায় ৪০ ভাগ উপস্থিত আছে।
বৈশিষ্ট্য-[i] এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি কিমিতে 6.4 °সে হারে উন্নতা কমতে থাকে। একে স্বাভাবিক উন্নতা হ্রাসের বিধি বলে।
[ii] এই স্তরে বায়ুমণ্ডলের যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। এর ঊর্ধ্বসীমাকে ট্রপোপজ (পজ কথাটির অর্থ থামা) বলে।
[iii] বায়ুমণ্ডলের এই স্তরের ঘনত্ব খুব বেশি।
[iv] এটি অন্য গ্যাসসহ মূলত নাইট্রোজেন ও অক্সিজেনে পূর্ণ।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।