ইয়ারদাঙ কাকে বলে ? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনাকে সমস্ত আর্টিকেলটি পড়তে হবে। Geo Answer Hub এই ওয়েবসাইটের সমস্ত আর্টিকেলগুলো যাচাই করে এবং জিওগ্রাফি বিষয়ক অভিজ্ঞ ব্যক্তির দ্বারা লেখা হয়।
ইয়ারদাঙ কাকে বলে ?
কঠিন ও কোমল শিলা পর্যায়ক্রমে উল্লম্বভাবে অবস্থান করলে দীর্ঘকাল ধরে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় কোমল শিলাস্তরগুলি বেশি ক্ষয়িত হয়ে সুড়ঙ্গের আকার ধারণ করে এবং কঠিন শিলাস্তরগুলি কম ক্ষয়িত হয়ে শৈলশিরার ন্যয় দাঁড়িয়ে থাকে। এই ধরনের ভূমিরূপকে ইয়ারদাঙ বলে। কেবল কঠিন শিলার দুর্বল স্থানগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়িত হয়েও ইয়ারদাঙ গঠিত হতে পারে। এর উচ্চতা গড়ে 7 মিটার এবং বিস্তার 70-400 মিটার পর্যন্ত হয়। ইয়ারদাঙ ক্ষয়িত হয়ে তীক্ষ্ণ আকার ধারণ করলে তাকে নিডিল বলে। সাহারা মরুভূমির তিবেস্তিতে সবচেয়ে বড়ো ইয়ারদাঙ দেখা যায়।
শেষ কথা
আমাদের ভূগোল বিষয়ক ক্লাস ১০, ১১, ১২ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলোর answer দেওয়া হয় একদম বিনামূল্যে। তাই আপনারও আপনার বন্ধুদের ওয়েবসাইট টা শেয়ার করে তাদের উপকার করতে পারেন।